আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি আলোচনা স্থবির: ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে মতবিরোধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ১০:৩৮:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির লক্ষ্যে চলমান আলোচনা ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিয়ে মতবিরোধের কারণে স্থবির হয়ে পড়েছে বলে ফিলিস্তিনি ও ইসরায়েলি সূত্র জানিয়েছে। শনিবার (১২ই জুলাই) দোহায় অনুষ্ঠিত এই পরোক্ষ আলোচনায় অগ্রগতি থমকে গেছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে গত সাত দিন ধরে আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নতুন মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাবের ভিত্তিতে দ্রুত সাফল্যের আশা প্রকাশ করেছিলেন।

 

তবে ইসরায়েলি বাহিনী গাজা থেকে কতটা প্রত্যাহার করবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে গভীর মতানৈক্য দেখা দিয়েছে, যা আলোচনাকে জটিল করে তুলেছে।

 

ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহার চায়, যা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির একটি অপরিহার্য শর্ত। অন্যদিকে, ইসরায়েল তাদের নিরাপত্তা উদ্বেগের কারণে পূর্ণ প্রত্যাহারে রাজি নয় এবং সীমিত পরিসরে সেনা কমানোর প্রস্তাব দিয়েছে। এই মতবিরোধই বর্তমান অচলাবস্থার মূল কারণ বলে মনে করা হচ্ছে।

 

তথ্যসূত্র রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন