গাজা উপত্যকার উত্তরাঞ্চলে একটি ট্যাঙ্কের ভেতরে বিস্ফোরণে তিন ইসরায়েলি সেনা নিহত এবং একজন অফিসার গুরুতর আহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে।
সোমবার (১৪ই জুলাই) এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল যে ট্যাঙ্কটি হামাসের আরপিজি (রকেট-প্রপেলড গ্রেনেড) হামলায় আক্রান্ত হয়েছে।
তবে, তদন্তকারীরা এখন ক্রমবর্ধমানভাবে বিশ্বাস করছেন যে এই মারাত্মক বিস্ফোরণটি একটি ত্রুটিপূর্ণ শেল থেকে হয়েছে, যা ট্যাঙ্কের ভেতরেই বিস্ফোরিত হয়েছে। এটি একটি অপারেশনাল ত্রুটির ফল হতে পারে বলে মনে করা হচ্ছে।
নিহত তিন সেনার নাম প্রকাশ করা হয়েছে: ২১ বছর বয়সী স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (ইয়ারদেনা), ২০ বছর বয়সী সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (ইফ্রাত) এবং ১৯ বছর বয়সী সার্জেন্ট ইউলি ফ্যাক্টর (রিশোন লেজিওন)।
তথ্যসূত্র দা টাইমস অব ইসরায়েল।
ডিবিসি/এমইউএ