দক্ষিণ গাজার খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালের চিকিৎসা কর্মীরা এক হৃদয়বিদারক চিঠিতে জনসাধারণকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে, তারা "কঠিন পরিস্থিতিতে" হাসপাতাল পরিচালনা করছেন।
ইসরায়েলি বোমা হামলার মধ্যেই অসুস্থ ও আহত রোগী, যাদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিঠির একাংশে বলা হয়েছে, "আমাদের কথা বিশ্বকে বলুন। তাদের বলুন যে আমরা আমাদের মহৎ দায়িত্ব ত্যাগ করার চেয়ে মৃত্যুকে বেছে নিয়েছি।"
চিঠিতে আরও যোগ করা হয়েছে, "বলবেন না আমরা বীর। শুধু বলুন যে আমরা সত্যিকার অর্থে মানবিক হওয়ার অর্থ বুঝেছি, এবং আমাদের ক্ষমা করুন। আমরা শুধুই সংখ্যা নই।"
এই চিঠিটি প্রথমে আল-আকসা টিভি প্রকাশ করে এবং পরবর্তীতে আল জাজিরা আরবির সহকর্মীরা এটি রিপোর্ট করেন।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ