আন্তর্জাতিক, এশিয়া

গাজার পুরো দখল নিতে জোরদার অভিযানে নামলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১১ই আগস্ট ২০২৫ ০৫:৪৮:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আলজাজিরার পাঁচ সাংবাদিককে হত্যার মধ্য দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ফিলিস্তিনের গাজা উপত্যকা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে বলে দাবি করেছে হামাসের মিডিয়া বিভাগ।

এক বিবৃতিতে হামাস বলেছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের সাংবাদিকদের লক্ষ্যবস্তু করে ইসরায়েল আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ করেছে, যার উদ্দেশ্য গাজায় চলমান গণহত্যার তথ্য ও প্রমাণ বিশ্বের কাছে পৌঁছানোর পথ বন্ধ করা। হামাস আরও বলেছে, এই হামলার মধ্য দিয়ে ইসরায়েলের গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনাও কার্যকর করা শুরু হয়েছে।

 

মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই পরিকল্পনা নিয়ে গত ৫ আগস্ট প্রথম সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরের সঙ্গে আলোচনা হয়। নেতানিয়াহু সেনাপ্রধানকে বলেন, পুরো গাজা দখল করাই তাদের মূল লক্ষ্য। এজন্য গাজার সব জায়গায় অভিযান চালাতে হবে, এমনকি যেসব অঞ্চলে ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রাখা হয়েছে বলে তারা সন্দেহ করছেন, সেসব অঞ্চলেও অভিযান চালাতে হবে। নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। জার্মানি ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করে দেয়। যুক্তরাজ্য, ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন নেতানিয়াহুকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানায়। কিন্তু সব সমালোচনাকে উপেক্ষা করে গত শুক্রবার ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা গাজা সম্পূর্ণ দখলের পরিকল্পনা অনুমোদন করে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন