আন্তর্জাতিক

গাজার প্রতিটি মানুষ খাদ্য সংকটে, সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশুরা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০২:৩৭:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজার প্রতিটি মানুষ খাদ্য সংকটে ভুগলেও এর সবচেয়ে করুণ শিকার হচ্ছে শিশুরা। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) মুখপাত্র হিশাম এম'হানা এই উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরেছেন। ইসরায়েলি আগ্রাসন চলাকালীন অন্তত ৬৬টি শিশুর অপুষ্টিতে মৃত্যুর খবরের পর তিনি এই বিষয়ে আলোকপাত করেন।

মধ্য গাজার দেইর এল-বালাহ থেকে দেওয়া এক সাক্ষাৎকারে এম'হানা বলেন, "এই ভয়াবহ সংঘাত শুরু হওয়ার পর থেকে গত বহু মাস ধরে গাজা উপত্যকায় প্রত্যেকের জন্য খাদ্য সরবরাহ একটি দীর্ঘস্থায়ী সমস্যায় পরিণত হয়েছে।"

 

তিনি রাফাহ-তে অবস্থিত আইসিআরসি ফিল্ড হাসপাতালের পরিস্থিতি তুলে ধরে বলেন, "আমাদের ফিল্ড হাসপাতালে, যেখানে একটি প্রসূতি ওয়ার্ডও রয়েছে, আমরা এমন মায়েদের পাচ্ছি যারা সন্তান প্রসব করতে বা স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে আসছেন। তীব্র অপুষ্টির কারণে তাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফল যেমনটা হওয়া উচিত তেমন নয়। গর্ভাবস্থাতেও তাদের অনেকে মারাত্মক অপুষ্টির শিকার হয়েছেন।"

 

হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা থেকে তিনি আরও বলেন, "আমরা হাসপাতালগুলোতে শিশু এবং নবজাতকদের এমন অবস্থায় দেখছি যা তাদের থাকা উচিত নয়; তাদের ওজন ও উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেক কম।"

 

হিশাম এম'হানা উপসংহারে বলেন, "এই পরিস্থিতি নিঃসন্দেহে গাজার প্রত্যেককে প্রভাবিত করছে, বিশেষ করে শিশুদের, যারা এখানকার জনসংখ্যার একটি বড় অংশ।"

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন