আন্তর্জাতিক

গাজার বসতি, কৃষিজমি মানচিত্র থেকে মুছে ফেলছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি বাহিনী উত্তর গাজার বেইত হানুন শহরের অবশিষ্ট ঘরবাড়ি ও স্থাপনাগুলো পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার এক পরিকল্পিত অভিযান চালাচ্ছে। গত অক্টোবর থেকে চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে বলে আল জাজিরার ডিজিটাল অনুসন্ধান ইউনিট ‘সানাদ’-এর এক বিশ্লেষণে উঠে এসেছে।

স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পরবর্তী সপ্তাহগুলোতেও ইসরায়েল সেখানে পদ্ধতিগতভাবে ঘরবাড়ি ধ্বংস করে চলেছে।

 

গত (৮ অক্টোবর) থেকে (৮ জানুয়ারি) পর্যন্ত সময়ের স্যাটেলাইট ছবিগুলো পর্যালোচনা করে সানাদ জানায়, ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার ব্যবহার করে প্রায় ৪ লক্ষ ৮ হাজার বর্গমিটার এলাকা পরিষ্কার করেছে। এই এলাকায় দুই বছর ধরে চলা যুদ্ধে ক্ষতিগ্রস্ত অন্তত ৩২৯টি ঘরবাড়ি এবং কৃষি জমি ছিল, যা এখন সম্পূর্ণ সমতল ভূমিতে পরিণত হয়েছে।

 

ধ্বংস অভিযান শুরুর আগের ছবিগুলোতে কিছু ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত অবস্থায় দেখা গিয়েছিল। তবে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সেই দৃশ্যপট বদলে গিয়ে পুরো এলাকাটি একটি বাদামী সমতল প্রান্তরে রূপ নিয়েছে।

 

এই উচ্ছেদ অভিযানটি মূলত বেইত হানুন শহরের সেই প্রান্ত থেকে শুরু হয়েছে যা ইসরায়েলি সীমান্ত সংলগ্ন। বিশেষ করে গাজা সীমান্তের ওপারে অবস্থিত ইসরায়েলি জনবসতি সেডরোট থেকে বেইত হানুনের দূরত্ব মাত্র ২ কিলোমিটার। ফিলিস্তিনিদের আশঙ্কা, এই ভূমি সমতল করার প্রক্রিয়াটি গাজায় অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের একটি প্রাথমিক পদক্ষেপ হতে পারে।

 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত গাজার প্রায় ৮১ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে বেইত হানুনের মতো উত্তর গাজার এলাকাগুলোই সবচেয়ে বেশি বিপর্যয়ের শিকার হয়েছে।

 

সূত্র: আলজাজির

 

ডিবিসি/তুবা

আরও পড়ুন