ইসরায়েলি সামরিক বাহিনী রবিবার উত্তর গাজার বেশ কিছু এলাকা থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। হামাসের বিরুদ্ধে তীব্র লড়াই শুরুর আগে এই সতর্কতা জারি করা হলো। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির নতুন প্রচেষ্টার মধ্যে সংঘাত অবসানের আহ্বান জানিয়েছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে রবিবারের শুরুতে পোস্ট করেন, "গাজায় চুক্তি করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন।"
এই সংবাদের মধ্যেই, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আজ দিনের পরের দিকে ইসরায়েলি অভিযানের অগ্রগতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন যে সামরিক বাহিনী প্রধানমন্ত্রীকে বলবে যে তাদের অভিযান লক্ষ্য অর্জনের কাছাকাছি, এবং সতর্ক করে দেবে যে গাজার নতুন এলাকায় লড়াই সম্প্রসারিত করলে অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের জীবন বিপন্ন হতে পারে।
তবে, সামরিক বাহিনী এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে একটি বিবৃতিতে এবং অনেক বাসিন্দাকে পাঠানো টেক্সট মেসেজে উত্তর অঞ্চলের মানুষদের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকার দিকে দক্ষিণে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল এই এলাকাটিকে মানবিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। যদিও ফিলিস্তিনি এবং জাতিসংঘের কর্মকর্তারা বলছেন যে গাজার কোনো স্থানই নিরাপদ নয়।
তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।
ডিবিসি/এমইউএ