গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলের আরও এক সেনা আত্মহত্যা করেছেন। বুধবার (৩০শে জুলাই) তীব্র মানসিক অবসাদ থেকে তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
রই ওয়াসারেস্টেন নামে ২৪ বছর বয়সী এই রিজার্ভ সেনা ইসরায়েলি সেনাবাহিনীর ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের হয়ে কাজ করেছেন। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রই ওয়াসারেস্টেন গাজায় যুদ্ধ শুরুর পর ৩০০ দিনের রিজার্ভ ডিউটি পালন করেন। গত মে মাসে তার দায়িত্ব শেষ হয়।
এই সৈন্যকে সামরিক হতাহত হিসেবে স্বীকৃতি দিতে প্রথমে অস্বীকার করেছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে পরবর্তীতে সমালোচনা শুরু হলে সামরিক মর্যদায় তাকে শেষ বিদায় জানানোর সিদ্ধান্ত হয়।
এ সেনার মা বলেছেন, “সে গোলাগুলির মধ্য থেকে মরদেহ উদ্ধার করতে গিয়ে ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করেছে। সে গোলাগুলির মধ্যেই নিজের ট্যাংক থেকে বের হয়ে হাত পা বিচ্ছিন্ন হওয়া সেনাদের উদ্ধার করেছে। বিষয়টি তার মানসিক স্বাস্থ্যতে আঘাত করেছে। সে যখন বাড়িতে ফিরে আসে তখনও সেসব দৃশ্য তার মনে রয়ে গিয়েছিলো।”
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত ৫০ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে।
ডিবিসি/এমএআর