ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী বিস্ফোরক বোঝাই রিমোট-কন্ট্রোল ‘রোবট’ ব্যবহার করে হামলা চালাচ্ছে।
যা সেখানকার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।
গত ৬ই সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গাজা শহরের রাস্তায় রাস্তায় বিস্ফোরক ভর্তি এসব রোবট দূর নিয়ন্ত্রণের মাধ্যমে চালানো হচ্ছে, যা আকস্মিক বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে।
প্রতিবেদটিতে হামজা শাবান নামে ৩৫ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শীর ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়। তিনি জানান, ঘুমের মধ্যে এক প্রচণ্ড বিস্ফোরণের শব্দে তিনি তার বিছানা থেকে শূন্যে ছিটকে পড়েন।
বিস্ফোরণের পর হতবিহ্বল অবস্থায় তিনি বলেন, 'আমি জানালা দিয়ে বাইরে তাকালাম রোবটটা কোথায় দেখার জন্য, এটা আমার পাশে নাকি কাছাকাছি কোথাও।'
মিডল ইস্ট আইকে শাবান আরও বলেন, 'পরে দেখলাম, রোবটটি প্রায় ১০০ মিটার দূরে ছিল।'
এই ধরনের হামলা গাজার বাসিন্দাদের মধ্যে নতুন করে ভয়ের জন্ম দিয়েছে, যেখানে প্রযুক্তির মাধ্যমে দূর থেকে প্রাণঘাতী হামলা পরিচালনা করা হচ্ছে।
ডিবিসি/এমইউএ