আন্তর্জাতিক

গাজার শিশুদের জন্য মেলানিয়া ট্রাম্পকে এরদোয়ানের স্ত্রীর আবেগঘন চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৪:২৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় ইসরায়েলি আগ্রাসনে অমানবিক দুর্দশার শিকার শিশুদের পক্ষে কথা বলার জন্য মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত শিশুদের প্রতি মেলানিয়ার সমর্থনের প্রশংসা করে ফিলিস্তিনি শিশুদের জন্যও একই ভূমিকা পালনের অনুরোধ জানান তিনি।

 

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার (২৩শে আগস্ট) তুর্কি প্রেসিডেন্সি কর্তৃক প্রকাশিত এক চিঠিতে এমিনে এরদোয়ান বলেন, গাজা একটি ‘শিশুদের কবরস্থানে’ পরিণত হয়েছে। তিনি  মেলানিয়া ট্রাম্পকে বলেন, "এই অবিচারের বিরুদ্ধে আমাদের অবশ্যই কণ্ঠ ও শক্তিকে এক করতে হবে।" 

 

চিঠিতে তিনি আরও লেখেন, "হাজারো গাজাবাসীর শিশুর কাফনে লেখা 'অজ্ঞাত শিশু' শব্দটি আমাদের বিবেকে অপূরণীয় ক্ষত তৈরি করছে।" গাজায় প্রায় অর্ধ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের শিকার এবং ১ লক্ষ ৩২ হাজার শিশু অপুষ্টির কারণে জীবনঝুঁকিতে রয়েছে।

 

চিঠিতে এমিনে এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডিকে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে "গাজার মানবিক সংকট" অবসানের জন্য আহ্বান জানাতে উৎসাহিত করেন।

 

এর আগে চলতি মাসেই, মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শিশুদের কথা বিবেচনা করার জন্য একটি চিঠি পাঠিয়েছিলেন। 

 

সাধারণত তুরস্কের ফার্স্ট লেডি রাজনীতিতে নিজেকে না জড়ালেও, অতীতে ২০১৬ সালে সিরিয়ার গৃহযুদ্ধে আটকে পড়া মানুষদের পক্ষে এবং চলতি বছরের মার্চ মাসে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিশ্বনেতাদের কাছে চিঠি লিখেছিলেন।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন