গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। সহিংসতা ও অনাহারে প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবার (২রা আগস্ট) নতুন করে ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। এ হামলায় আহত হয়েছেন আরও ৮০ জনেরও বেশি।
জানা যায়, খান ইউনিসের দক্ষিণে মোরাগ করিডোরে খাদ্য সহায়তার জন্য অপেক্ষারত নিরীহ মানুষের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী, এতে ৭ জন নিহত হন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকায় এখন পর্যন্ত অনাহারে ১৫৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৮৯টি শিশু।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে। গাজার পাশাপাশি লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ডিবিসি/কেএলডি