গাজা উপত্যকায় অপুষ্টির ঘটনা দ্রুতগতিতে বাড়ছে বলে সতর্ক করেছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ। এই অপুষ্টি শিশু এবং দুর্বল জনগোষ্ঠীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটের মধ্যে এই পরিস্থিতি এক চরম মানবিক সংকটের জন্ম দিয়েছে।
রবিবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গত মার্চ মাসে ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের পর থেকে গাজায় তাদের ক্লিনিকগুলোতে অপুষ্টিতে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ইউএনআরডব্লিউএ বলেছে, খাদ্য, ঔষধ এবং বিশুদ্ধ পানীয় প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করার ফলে সেখানকার বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে।
সংস্থাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি আহ্বান জানিয়ে বলেছে, এই চরম মানবিক সংকট মোকাবেলায় অবিলম্বে জীবনরক্ষাকারী সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে হবে এবং বিপর্যয় থামাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। নাহলে প্রতিটি মুহূর্তের বিলম্বের অর্থ হলো আরও কিছু নিষ্পাপ জীবনের সমাপ্তি।
ডিবিসি/এমএআর