আন্তর্জাতিক

গাজায় অসুস্থ শিশুদের চিকিৎসা ও আকাশ থেকে ত্রাণ দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৭:৪৬:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাজ্য সরকার ঘোষণা করেছে যে, তারা জর্ডানের সাথে মিলে অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে জরুরি ত্রাণ ফেলার এবং চিকিৎসার প্রয়োজনে গুরুতর অসুস্থ শিশুদের সরিয়ে আনার পরিকল্পনা করছে।

ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষ ও চলমান বোমাবর্ষণের কারণে ফিলিস্তিনিদের চরম দুর্ভোগ নিয়ে বিশ্বব্যাপী ক্ষোভ বাড়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জের সাথে এক ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান। নেতারা একটি জরুরি যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

 

এই ঘোষণার পেছনের কারণ গাজার ভয়াবহ মানবিক সংকট। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও অনাহারে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার ফলে দুর্ভিক্ষজনিত মোট মৃতের সংখ্যা ১২৭-এ দাঁড়িয়েছে, এদের মধ্যে ৮৫ জনই শিশু।

 

তবে, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (UNRWA)-এর প্রধান আকাশ থেকে ত্রাণ ফেলার এই পদ্ধতিকে একটি "বিপজ্জনক বিভ্রান্তি" বলে অভিহিত করেছেন। তার মতে, এটি নিচে থাকা ক্ষুধার্ত মানুষের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

 

এদিকে, গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ লাঘবে খুব কম এবং দেরিতে পদক্ষেপ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী স্টারমারের সরকার নিজ দেশে ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন