আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে ৮১ জন নিহত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই মে ২০২৫ ০১:৪৮:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় ইসরায়েলের হামলায় একদিনে ৮১ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজায় ব্যাপক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫১ জন।

ইসরায়েলি হামলা থেমে নেই দক্ষিণ গাজাতেও। ইউরোপীয় এবং নাসের হাসপাতালে হামলায় প্রাণ গেছে ৩০ জনের। হাসপাতালে হামলার কয়েক ঘণ্টা পরই উত্তর গাজায় হামলা চালায় ইসরায়েল।

 

আল জাজিরা জানিয়েছে, হাসপাতালে ওই হামলায় নিহতের মধ্যে চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকও আছেন। এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ হবে না বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, অস্থায়ীভাবে যুদ্ধবিরতি হতে পারে, তবে হামাসকে পরাজিত না করা পর্যন্ত লড়াই চলবে। 
 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন