গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই ইসরায়েলি হামলায় তিন সাংবাদিকসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরার তথ্যমতে, নিহত তিন সাংবাদিক মিসরীয় ত্রাণ সংস্থা 'ইজিপশিয়ান কমিটি ফর গাজা রিলিফ'-এর হয়ে কাজ করছিলেন। ইসরায়েলি ড্রোন হামলায় তাদের মৃত্যু হয়। এছাড়া মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ গাজার বানি সুহেইলা এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহের সময় ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস ও উত্তর গাজায় পৃথক হামলায় আরও ৩ জন নিহত হয়েছেন। শান্তি আলোচনার মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
ডিবিসি/পিআরএএন