আন্তর্জাতিক

গাজায় খাদ্য পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য: ডব্লিউএফপি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় খাদ্য সরবরাহের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। তবে সাধারণ মানুষের বিপুল চাহিদার তুলনায় এই সরবরাহ এখনও অত্যন্ত অপ্রতুল। এর ওপর শীতকালীন বৃষ্টির কারণে ত্রাণসামগ্রী নষ্ট হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে, যা সংকটকে আরও ঘনীভূত করতে পারে।

ডব্লিউএফপির মুখপাত্র মার্টিন পেনার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলেন, যুদ্ধবিরতির আগের তুলনায় অবস্থার কিছুটা উন্নতি হয়েছে ঠিকই, তবে আমাদের সামনে এখনও অনেক দীর্ঘ পথ বাকি। যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর স্বাস্থ্য, পুষ্টি এবং জীবনযাত্রা স্বাভাবিক করতে দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক সমর্থন অত্যন্ত জরুরি।

 

সংস্থাটির দেওয়া তথ্যমতে, গাজায় এখনও লাখ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে এবং তাদের জরুরি সহায়তার প্রয়োজন। যুদ্ধবিরতির পর থেকে ডব্লিউএফপি এখন পর্যন্ত গাজায় ৪০ হাজার টন খাদ্য সহায়তা পাঠাতে সক্ষম হয়েছে। তবে খাদ্য প্যাকেজ বিতরণের ক্ষেত্রে এটি তাদের লক্ষ্যমাত্রার মাত্র ৩০ শতাংশ। গাজার প্রায় ১৬ লাখ মানুষের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের কাছে এই সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে, যা বর্তমান চাহিদার তুলনায় একেবারেই সামান্য।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন