ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ত্রাণ প্রবেশে অবরোধ সৃষ্টির কারণে সেখানে মানবসৃষ্ট ‘ব্যাপক দুর্ভিক্ষ’ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস।
বুধবার (২৩শে জুলাই) জেনেভা থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন।
টেড্রোসের এই বক্তব্যের আগে ১০০টিরও বেশি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা গাজার ক্ষুধা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করে। তারা জানায়, একদিকে গাজার অভ্যন্তরে মানুষ ক্ষুধার্ত, অন্যদিকে ভূখণ্ডের ঠিক বাইরেই টন টন খাবার, বিশুদ্ধ পানি এবং জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশ করতে না পেরে আটকে আছে।
সরাসরি সম্প্রচারিত ওই সংবাদ সম্মেলনে টেড্রোস বলেন, “ব্যাপক দুর্ভিক্ষ ছাড়া এটিকে আর কী বলা যায় আমি জানি না, এবং এটি যে মানবসৃষ্ট, তা অত্যন্ত স্পষ্ট। এই পরিস্থিতির কারণ হলো (ত্রাণের ওপর) অবরোধ।”
তথ্যসূত্র রয়টার্স।
ডিবিসি/এমইউএ