গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সোমবার (১৪ই জুলাই) উত্তর গাজায় এ ঘটনা ঘটে বলে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে। বিস্ফোরণে ট্যাংকের ভেতর থাকা এক কর্মকর্তাও আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ। প্রাথমিক তদন্তে এটিকে শত্রুপক্ষের আক্রমণ না ভেবে বরং যান্ত্রিক ত্রুটি বা 'সেনাদের ভুল' হিসেবেই দেখা হচ্ছে।
এই ঘটনায় নিহত তিন সেনার পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন স্টাফ সার্জেন্ট শোহাম মেনাহেম (২১), সার্জেন্ট শ্লোমো ইয়াকির শ্রেম (২০) এবং সার্জেন্ট ইউলি ফাক্টর (১৯)। তবে গুরুতর আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। হতাহত চারজনই ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিকভাবে ধারণা করেছিল যে, হামাস যোদ্ধাদের ছোঁড়া আরপিজি দিয়ে ট্যাংকটিতে হামলা চালানো হয়েছে। তবে, ঘটনার কয়েক ঘণ্টা পর থেকে তদন্তকারীরা ধারণা করছেন, ট্যাংকের ভেতরে থাকা একটি ত্রুটিপূর্ণ গোলা কোনো কারণে বিস্ফোরিত হয়ে থাকতে পারে। এখন বিস্ফোরণের অন্যান্য সম্ভাব্য কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
নতুন করে এই হতাহতের ঘটনার পর গাজা অভিযানে নিহত ইসরায়েলি সৈন্যের মোট সংখ্যা ৪৫৪-তে দাঁড়িয়েছে। এরমধ্যে দুজন পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদারও আছেন। এদিকে নিহত সৈন্যদের মৃত্যুর খবর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই মধ্য গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়, যা ইসরায়েলি সামরিক বাহিনী সফলভাবে প্রতিহত করে।
ডিবিসি/এমএআর