জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (UNRWA)-এর কমিশনার-জেনারেল ফিলিপ লাজ্জারিনি জানিয়েছেন, গাজা বর্তমানে এক ভয়াবহ "ক্ষুধা সংকট" এর মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে গাজার প্রায় ১.৬ মিলিয়ন বা ১৬ লক্ষ মানুষ উচ্চ মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লাজ্জারিনি উল্লেখ করেন, সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় বিন্যাস বা আইপিসি (IPC)-এর সর্বশেষ প্রতিবেদন থেকে এটি স্পষ্ট যে, গত অক্টোবর মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় যে সামান্য অগ্রগতি অর্জিত হয়েছিল, তা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। সামান্য বিচ্যুতিতেই পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান আরও জানান, গাজা গভর্নরেটকে বর্তমানে আর প্রযুক্তিগতভাবে ‘দুর্ভিক্ষের কবলে থাকা এলাকা’ হিসেবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে না। তবে এই পরিসংখ্যানগত পরিবর্তন সাধারণ মানুষের জীবনের কষ্ট লাঘব করতে পারেনি।
বর্তমানে গাজার প্রায় ১.৬ মিলিয়ন বা ১৬ লক্ষ মানুষ উচ্চ মাত্রার তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। এই বিশাল জনগোষ্ঠীর জীবন বাঁচাতে এবং সম্ভাব্য দুর্ভিক্ষ এড়াতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও বেশি জরুরি মানবিক সাহায্যের জোরালো আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র: আলজাজিরা।
ডিবিসি/এএমটি