গাজার হাসপাতালগুলোতে তীব্র জ্বালানি সংকটের কারণে শত শত রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি অবরোধের কারণে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।
গাজার ফিল্ড হাসপাতালের পরিচালক ড. মারওয়ান আল-হামস সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন, উত্তর গাজার হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিভ্রাটের কারণে শত শত মানুষের মৃত্যু হতে পারে। তিনি হুঁশিয়ারি দেন, জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ করা না হলে আগামী দুই দিনের মধ্যে কয়েক ডজন প্রিম্যাচিউর শিশুর মৃত্যু হবে।
ড. আল-হামস আরও বলেন, ডায়ালাইসিস এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) রোগীরাও প্রাণ হারাবেন। চিকিৎসা ব্যবস্থার অবনতির কারণে আহতদের অবস্থা আরও খারাপ হচ্ছে এবং মেনিনজাইটিসের মতো রোগ ছড়িয়ে পড়ছে বলেও তিনি জানান।
এদিকে, গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন, জ্বালানির অভাবে হাসপাতালটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যেই হাসপাতালটির আর সেবা দেওয়ার সক্ষমতা থাকবেনা।
ডিবিসি/এমএআর