আন্তর্জাতিক

গাজায় তীব্র রক্ত সংকট, অপুষ্টিতে ভুগছেন রক্তদাতারাও

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ০৭:১২:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা ও আরোপিত দুর্ভিক্ষের কারণে অপুষ্টিতে ভোগা ফিলিস্তিনির সংখ্যা এতটাই বেড়েছে যে, রক্তদাতারাও আর রক্ত দেওয়ার মতো অবস্থায় নেই। এর ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ রক্ত সংকটের মুখে পড়েছে।

বুধবার (৬ই আগস্ট) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভূখণ্ডটিতে রক্তের তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রধান কারণ ইসরায়েল কর্তৃক সৃষ্ট ভয়াবহ খাদ্য সংকটের কারণে বহু সম্ভাব্য রক্তদাতা অপুষ্টিতে ভুগছেন। এই অনাহার এখন পর্যন্ত ১৯৩ জন ফিলিস্তিনির জীবন কেড়ে নিয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন পাঁচজন।

 

গাজা সিটিতে কর্মরত আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, উপত্যকার অবশিষ্ট চালু থাকা আল-শিফা, আল-আকসা এবং নাসের হাসপাতালে জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন। তিনি বলেন, "আমরা ব্লাড ব্যাংকগুলোতে এমন অনেককে দেখেছি, যারা তাদের প্রিয়জনকে বাঁচানোর জন্য রক্ত দিতে চিকিৎসকদের কাছে আকুতি জানাচ্ছেন। কিন্তু পানিশূন্যতা এবং অনাহারের কারণে তারা রক্তদানের জন্য শারীরিকভাবে অযোগ্য হওয়ায় তাদের ফিরিয়ে দিতে হচ্ছে।"

 

আল-শিফা হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রধান আমানি আবু ওদা জানান, রক্ত দিতে আসা বেশিরভাগ মানুষই অপুষ্টিতে ভুগছেন, যা সংগৃহীত রক্তের নিরাপত্তা এবং গুণমানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এর ফলে, "যখন তারা রক্তদান করেন, তখন কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের জ্ঞান হারানোর ঝুঁকি থাকে। এটি কেবল তাদের স্বাস্থ্যের জন্যই বিপজ্জনক নয়, এর ফলে একটি মূল্যবান রক্তের ইউনিটও নষ্ট হয়ে যায়।"

 

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে জানিয়েছে, গাজায় এখনও ১৪ হাজার ৮০০ জনেরও বেশি রোগীর জরুরি ভিত্তিতে বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন। সংস্থাটি এই সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

ডিবিসি/এমএআর

আরও পড়ুন