গত মে মাস থেকে গাজায় সাহায্যপ্রার্থী ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই মারা গেছেন ইসরায়েলি বাহিনীর হাতে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত মে মাসে মার্কিন-সমর্থিত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফান্ড (জিএইচএফ) ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। নিহতদের মধ্যে ৮৫৯ জনকে জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে এবং ৫১৪ জনকে খাদ্যবাহী গাড়িবহরের জন্য অপেক্ষা করার সময় হত্যা করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অবিরাম বোমা হামলায় উপত্যকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং চরম খাদ্য সংকট দেখা দিয়েছে। হামলা শুরুর পর থেকে ১৮ হাজার ৫৯২ জন ফিলিস্তিনি শিশু ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে। নিহতদের অনেকেই নবজাতক। ইসরায়েলি বিমান হামলা ও বোমা হামলায় জন্ম নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কিছু শিশুর মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার (১লা আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এই তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে ৯ জন তাদের জন্মদিনে, ৫ জন তাদের জীবনের প্রথম দিনে, ৫ জন তাদের দ্বিতীয় দিনে এবং ৮ জন তাদের তৃতীয় দিনে মারা গেছে। মন্ত্রণালয় জানায়, মৃত শিশুদের মধ্যে ৮৮ জনের বয়স এক মাস, ৯০ জনের বয়স দুই মাস এবং ৭৮ জনের বয়স তিন মাস।
২০২৩ সালের ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী নৃশংস হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত ৬০ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ডিবিসি/এমএআর