অবরুদ্ধ গাজা উপত্যকায় পেরেক ভর্তি ড্রোন মিসাইল হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
শুক্রবার (১৮ই জুলাই) আহতদের অনেকের শরীরেই ড্রোন হামলার চিহ্ন দেখা গেছে। এদিন ভোর থেকে অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদন করেছে আল জাজিরা।
আল জাজিরার সংবাদদাতা হানি মাহমুদ জানান, "এই ড্রোন মিসাইলগুলো পেরেক, ধাতব টুকরো ও শ্রাপনেল দিয়ে ভর্তি থাকে। এগুলো উচ্চ গতিতে বিস্ফোরিত হয়ে মানুষের শরীরে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায়।" তাঁর মতে, জনবহুল এলাকা, বিশেষ করে ত্রাণ বা পানির জন্য অপেক্ষারত মানুষের সারিকে লক্ষ্য করে এ ধরনের হামলা চালানো হচ্ছে।
শুক্রবার গাজা সিটি, জাবালিয়া এবং এমনকি নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষিত দক্ষিণ গাজার আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতেও হামলা চালানো হয়, যেখানে আগুন লেগে শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। চিকিৎসকরা জানিয়েছেন, যেসব শিশুকে হাসপাতালে আনা হয়েছে তাদের অনেকের শরীরেই মারাত্মক দগ্ধ হওয়া ও ধাতব বস্তুর আঘাতের জখম স্পষ্ট।
গত প্রায় ৪০ দিন ধরে ড্রোন হামলার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে ইসরাইলি বাহিনী। এতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসকরা কাকে আগে চিকিৎসা দেবেন, সেই সিদ্ধান্ত নিতে দ্বিধায় পড়ছেন। এছাড়া দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীরা প্রায়ই জরুরি চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
ডিবিসি/এমএআর