আন্তর্জাতিক, এশিয়া

গাজায় প্রতিটি হত্যার জন্য ইসরায়েলের খরচ ১৮ কোটি টাকা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই আগস্ট ২০২৫ ০৮:৫৩:২৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ বুধবার (৬ আগস্ট) জানিয়েছেন, গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির ৩০০ বিলিয়ন শেকেল খরচ হয়েছে, যা প্রায় ৮৭.৫ বিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য। এই পরিসংখ্যান অনুযায়ী, গাজায় প্রতিটি হত্যার জন্য ইসরায়েলের খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা!

প্রায় দুই বছর ধরে চলমান এই সংঘাতে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৬১,০০০ ছাড়িয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা গাজার পরিস্থিতিকে ‘গণহত্যার শামিল’ বলে আখ্যা দিয়েছেন। 

 

তবে, বিপুল এই অর্থ ব্যয় হওয়ার পরও, যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ইসরায়েলি সরকার। অর্থমন্ত্রী স্মোরিচ বলেন, ‘হামাস, ইউরোপ এবং ইসরায়েলের অভ্যন্তরীণ চাপ সত্ত্বেও আমরা পূর্ণ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ চালিয়ে যেতে সবকিছু করব।’ গাজার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠক থেকে পুরো গাজা ভূখণ্ড দখলের মতো কঠোর সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন