আন্তর্জাতিক

গাজায় প্রতিদিন প্রয়োজন ৬০০ ট্রাক ত্রাণ , প্রবেশ করেছে মাত্র ৩৬টি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ০২:০৬:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। শনিবার মাত্র ৩৬টি সাহায্যবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে বলে জানিয়েছে সেখানকার সরকারি মিডিয়া অফিস।

এই সংখ্যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। জাতিসংঘ জানিয়েছে, গাজার বাসিন্দাদের দৈনন্দিন চাহিদা মেটাতে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ ট্রাক ত্রাণ প্রয়োজন।

 

গাজার সরকারি মিডিয়া অফিস আরও জানায়, যে সামান্য সংখ্যক ট্রাক প্রবেশ করেছিল, তার অধিকাংশই বিতরণের আগেই লুট হয়ে যায়। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে অফিসটি বলেছে, ইসরায়েল "পরিকল্পিত ও ইচ্ছাকৃতভাবে" এই "নিরাপত্তা বিশৃঙ্খলা" সৃষ্টি করে রেখেছে।

 

এক বিবৃতিতে বলা হয়, "লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মধ্যে দুর্ভিক্ষ গাজার শিশুদের গ্রাস করছে।"

 

বিবৃতিতে অবিলম্বে সমস্ত সীমান্ত ক্রসিং খুলে দিয়ে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এবং শিশুদের জন্য গুঁড়ো দুধ (বেবি ফর্মুলা) প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানানো হয়েছে।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন