যুক্তরাষ্ট্রে যখন কাতার, মিসর ও তুরস্কের মতো মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই গাজা সিটির একটি আশ্রয়কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
শুক্রবার (১৯শে ডিসেম্বর) গাজা সিটির তুফফাহ এলাকায় স্কুল থেকে আশ্রয়কেন্দ্রে রূপ নেওয়া একটি ভবনে এই হামলা চালানো হয়, যেখানে অন্তত ছয়জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানায়, বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো যখন ওই ভবনের দ্বিতীয় তলায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিচ্ছিল, তখনই ইসরায়েলি ট্যাংকের গোলা সেখানে আঘাত হানে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল শত শত বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবং এই হামলাটি তার সর্বশেষ উদাহরণ।
এদিকে, গাজা চুক্তির পরবর্তী ধাপে পৌঁছানোর উপায় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কাতার, তুরস্ক, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার হলো একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটি গঠন এবং বিদেশি নেতৃত্বে বোর্ড অফ পিস প্রতিষ্ঠার মাধ্যমে যুদ্ধবিরতির প্রথম ধাপ সম্পন্ন করা।
ডিবিসি/এমইউএ