ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৫টি দেশ গাজায় চলমান যুদ্ধ ‘এখনই অবশ্যই বন্ধ করার’ জন্য কঠোর ভাষায় আহ্বান জানিয়েছে। তাদের সাথে এই বিবৃতিতে যোগ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।
সোমবার (২১শে জুলাই) দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ ‘নতুন গভীরতায় পৌঁছেছে’।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো একটি আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করা, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের মুক্তি এবং উপত্যকায় অতি প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ নির্বিঘ্ন করার দাবি জানিয়েছে।
দেশগুলো গাজায় ইসরায়েলের বর্তমান ত্রাণ বিতরণ মডেলের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই ব্যবস্থাটি "ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করছে।"
তারা "ধীরে ধীরে ত্রাণ সরবরাহ এবং পানি ও খাদ্যের মতো মৌলিক চাহিদা মেটাতে গিয়ে শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যাকাণ্ড"-এরও তীব্র সমালোচনা করে।
জাতিসংঘ এবং গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত মে মাসের শেষের দিকে ইসরায়েল আংশিক অবরোধ শিথিল করার পর থেকে এ পর্যন্ত, শুধু খাদ্য সংগ্রহের চেষ্টা করতে গিয়েই ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, "ইসরায়েলি সরকারের ত্রাণ বিতরণ মডেলটি বিপজ্জনক, এটি অস্থিতিশীলতাকে উস্কে দেয়... বেসামরিক জনগণের জন্য অপরিহার্য মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলি সরকারের অস্বীকৃতি অগ্রহণযোগ্য। ইসরায়েলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে।"
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ