আন্তর্জাতিক

গাজায় যুদ্ধ করতে অস্বীকৃতি: ৩ সেনাকে জেলে ভরল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৮:৪৪:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা উপত্যকায় চলমান সংঘাতে পুনরায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয় তিনজন সৈন্যকে তাদের যুদ্ধকালীন দায়িত্ব থেকে বরখাস্ত করে কারাগারে পাঠিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। কান পাবলিক ব্রডকাস্টার এবং আইডিএফ কর্তৃপক্ষের বরাতে রবিবার (২৭শে জুলাই) এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।

প্রতিবেদন অনুসারে, নাহাল ব্রিগেডের ৯৩১তম ব্যাটালিয়নের মোট চারজন সৈন্য গাজায় বেশ কয়েক দফা লড়াইয়ের পর পুনরায় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে অস্বীকৃতি জানায়। তারা কমান্ডারদের কাছে জানায়, তারা এক "গভীর অভ্যন্তরীণ সংকটের" মধ্য দিয়ে যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে আর যুদ্ধক্ষেত্রে ফেরা সম্ভব নয়।

 

এই ঘটনার পর আইডিএফের নিয়ম অনুযায়ী সৈন্যদেরকে একজন মানসিক স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই কর্মকর্তা সৈন্যদের শারীরিক ও মানসিক অবস্থা পরীক্ষা করে জানান, তারা যুদ্ধক্ষেত্রে লড়াই করার জন্য সম্পূর্ণ উপযুক্ত এবং তাদের মধ্যে এমন কোনো মানসিক সমস্যা নেই যা তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করতে পারে।

 

মানসিক স্বাস্থ্য কর্মকর্তার ছাড়পত্র পাওয়ার পরেও সৈন্যরা তাদের আগের সিদ্ধান্তে অটল থাকে এবং যুদ্ধক্ষেত্রে ফিরতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়। কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার ফলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। একটি সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার পর চারজনের মধ্যে তিনজনকে ৭ থেকে ১২ দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। চতুর্থ সৈন্যের শাস্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

তথ্যসূত্র: টাইমস অফ ইসরায়েল

ডিবিসি/এমএআর

আরও পড়ুন