আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

গাজায় যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরায়েলি কর্মকর্তার চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৪ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে খোলা চিঠি লিখেছেন ইসরায়েলের প্রায় ৬০০ জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। চিঠিটিতে স্বাক্ষরকারীদের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং শিন বেতের সাবেক প্রধানরাও রয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদপ্রধান তামির পারদো, সাবেক শিন বেতপ্রধান আমি আয়ালন, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালনের মতো ব্যক্তিত্বরা। তারা ‘কমান্ডারস ফর ইসরায়েল’স সিকিউরিটি (সিআইএস)’ নামক একটি সংগঠনের সদস্য, যা শুরু থেকেই জিম্মিদের ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে আসছে। আমি আয়ালন বলেছেন, এই যুদ্ধ শুরুতে ন্যায্য ও প্রতিরক্ষামূলক থাকলেও, সামরিক লক্ষ্য অর্জনের পর এটি তার ন্যায্যতা হারিয়েছে।
 

চিঠিতে সাবেক এই কর্মকর্তারা বলেন, হামাস এখন আর ইসরায়েলের জন্য কোনো কৌশলগত হুমকি নয়। তারা ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছেন, ইসরায়েলের সাধারণ মানুষের কাছে আপনার যে বিশ্বাসযোগ্যতা রয়েছে, তা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারকে সঠিক পথে আনতে সহায়ক হতে পারে। তাদের অনুরোধ, এই যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনা হোক এবং সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটানো হোক। এই চিঠি এমন এক সময়ে এলো, যখন নেতানিয়াহু গাজায় সামরিক অভিযান আরও বাড়ানোর পরিকল্পনা করছেন এবং যুদ্ধবিরতির আলোচনা কার্যত স্থবির হয়ে আছে।
 

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে মৃতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে বলে হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে অঞ্চলটিতে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। একই মন্ত্রণালয়ের তথ্যমতে, অপুষ্টিতে ভুগে অন্তত ১৮০ জন মারা গেছেন, যাদের মধ্যে ৯৩ জনই শিশু। জাতিসংঘ-সমর্থিত বিভিন্ন সংস্থাও গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বাস্তব রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে।

গাজার ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের চিত্র বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দেওয়ায় ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে। বিভিন্ন দেশের জনমত জরিপেও ইসরায়েলের প্রতি নেতিবাচক মনোভাব বাড়তে দেখা যাচ্ছে। সম্প্রতি ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে, গাজায় প্রকৃতপক্ষে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা নেতানিয়াহু অস্বীকার করে আসছিলেন। 


ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন