আন্তর্জাতিক

গাজায় রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৪০, মিশরে যুদ্ধবিরতির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৩০শে নভেম্বর ২০২৪ ০৯:২৫:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলি বিমান হামলায় ৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরই মধ্যে নতুন করে গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে উদ্যোগী হয়েছে মিশর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতারা কায়রোতে নতুন করে আলোচনায় বসতে যাচ্ছেন।

শুক্রবার (৩০শে নভেম্বর) রাতভর গাজা উপত্যকায় এ হামলা চালায় ইসরায়েলিরা- এমনটাই জানিয়েছেন মেডিকেল কর্মীরা। খবর রয়টার্সের


মেডিকেল কর্মীরা বলেছেন, তারা নুসরেইতের উত্তরাঞ্চল থেকে ১৯টি মরদেহ উদ্ধার করেছেন। ওই এলাকায় বড় বড় আটটি শরণার্থী শিবির রয়েছে।  


তারা আরও জানান, গতকাল শুক্রবার রাতে উত্তর গাজার বেইত লাহিয়াতে অন্তত ১০ ফিলিস্তিনির বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলেও হামলা চালায় ইসরায়েল। এতে বাকীদের মৃত্যু হয়।

 

তবে শুক্রবারের হামলা নিয়ে নতুন কোনো বিবৃতি দেয়নি ইসরায়েল। বৃহস্পতিবারের এক বিবৃতিতে বলা হয়, গাজা উপত্যক্ষায় তারা ‘হামাসের কার্যক্রমের ওপর লক্ষ্য করে হামলা চালাচ্ছে।’

 

এদিকে বৃহস্পতিবার গাজার উত্তর এবং পশ্চিমাঞ্চলে ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ইসরায়েল বাহিনী। যদিও শুক্রবার তারা উত্তরাঞ্চল থেকে সরে গেলেও পশ্চিমে সক্রিয় ছিল। ফিলিস্তিনের সিভিল ইমার্জেন্সি সার্ভিস দল জানিয়েছে, ইসরায়েল হামলায় আটকে পড়াদের আহ্বানে তারা সাড়া দিতে পারেনি।

 

উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পরই সেখানে আবার অনেক ফিলিস্তিনি আসতে শুরু করেছে।

 

এদিকে গতকাল হামাসের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তাদের একটি প্রতিনিধি মিশরের কায়রোতে পৌঁছেছে। শনিবার এ নিয়ে আলোচনা হবে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধবিরতি নিয়ে কাতার, মিশর এবং তুরস্কের সঙ্গে আলোচনার মধ্যেই হামাস কায়রোতে পৌঁছেছে।

 

ডিবিসি/ এসকেবি

আরও পড়ুন