আন্তর্জাতিক

গাজায় সাঁজোয়া যানে বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৭শে জুলাই ২০২৫ ০৪:৪৮:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় শনিবার সন্ধ্যায় একটি সাঁজোয়া যানে বিস্ফোরক হামলায় দুই ইসরায়েলি সৈন্য নিহত এবং একজন কর্মকর্তা আহত হয়েছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রবিবার (২৭শে জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

 

নিহত সেনারা হলেন গোলানি ব্রিগেডের রিকনেসান্স ইউনিটে কর্মরত ২২ বছর বয়সী ক্যাপ্টেন আমির সাদ এবং একই ইউনিটের ২০ বছর বয়সী সার্জেন্ট ইনন নুরিয়েল ভানা। তারা উভয়েই প্রযুক্তি ও রক্ষণাবেক্ষণ কর্পসের সদস্য ছিলেন।

 

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সেনারা একটি 'নামের' সাঁজোয়া যানে ছিলেন, যেটি খান ইউনিসে সামরিক অভিযানের সময় একটি বিস্ফোরক ডিভাইসের দ্বারা আক্রান্ত হয়। ধারণা করা হচ্ছে, হামাস বাহিনী একটি টানেল থেকে বেরিয়ে এসে যানটির পাশে বিস্ফোরকটি স্থাপন করেছিল।

 

বিস্ফোরণে ক্যাপ্টেন সাদ ও সার্জেন্ট ভানা নিহত হন এবং গোলানি রিকনেসান্স ইউনিটের একজন কর্মকর্তা মাঝারি ধরনের আঘাত পান। আহত কর্মকর্তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

আইডিএফ জানিয়েছে, হামলাকারীরা ওই এলাকায় থাকা আরেকটি সাঁজোয়া যানের দিকে দ্বিতীয় একটি বিস্ফোরক নিক্ষেপ করেছিল, কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি, ফলে সেখানে থাকা সেনারা অক্ষত ছিলেন। হামাস তাদের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতির মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে নিহতদের প্রতি শোক প্রকাশ করে বলেছেন, "আমাদের সাহসী সেনারা হামাসকে পরাজিত করার এবং আমাদের জিম্মিদের মুক্ত করার পবিত্র মিশনে তাদের জীবন উৎসর্গ করেছেন।"

 

এই ঘটনায় গাজায় স্থল অভিযানে এবং সীমান্তের কাছে সামরিক অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ৪৫৯-এ দাঁড়িয়েছে।

 

ডিবিসি/আরএসএল 

আরও পড়ুন