আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাজ্য-ফ্রান্স-কানাডার

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২০শে মে ২০২৫ ১০:২৭:৫১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলের ওপর। গাজায় সামরিক আক্রমন বন্ধ না করলে ইসরায়েলের ‌ওপর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার নেতারা। তথ্যসূত্র সংবাদমাধ্যম সিএনএন।

সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ই মে) যুক্তরাজ্য, ফ্রান্স এবং কানাডার নেতারা হুমকি দিয়েছেন ইসরায়েল যদি তাদের নতুন করে চালানো সামরিক আক্রমণ বন্ধ না করে এবং গাজায় সাহায্য প্রবেশ করতে না দেয়, তাহলে তারা  নিষেধাজ্ঞাসহ আরও কঠিন পদক্ষেপ নেবে।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি স্বাক্ষর না করেই এই অঞ্চল ত্যাগ করার ঠিক পরের সপ্তাহে ইসরায়েল গাজায় নতুন করে ধ্বংসাত্মক স্থল আক্রমণ শুরু করেছে।


ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, তাদের বাহিনী গত দিন "গিডিয়নের রথ" অভিযানের অংশ হিসেবে উত্তর ও দক্ষিণ গাজায় প্রবেশ করেছে। গাজা উপত্যকায় কয়েকদিন ধরে ভারী বিমান হামলার পর এই স্থল অভিযান চালানো হয়েছে, যেখানে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে অনেক পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে।

 

ইসরায়েল জানিয়েছে, তারা অবরুদ্ধ ছিটমহলে প্রাথমিক পরিমাণে খাদ্য সরবরাহের অনুমতি দেবে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন মিত্রদের তীব্র চাপের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

গাজায় ত্রাণ সরবরাহ অনুমোদনকারী ইসরায়েলি সংস্থা জানিয়েছে , সোমবার (১৯শে মে) পাঁচটি ট্রাক ছিটমহলে প্রবেশ করেছে। তবে জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার এই সরবরাহকে "সীমিত" এবং "জরুরিভাবে প্রয়োজনীয় জিনিসের সমুদ্রে এক ফোঁটা পানি" বলে বর্ণনা করেছেন।

 

শনিবার (১৭ই মে) কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হওয়ার পর সর্বশেষ এই ঘটনাবলী সামনে এসেছে।
ইসরায়েলের মন্ত্রিসভা গত ৫ই মে গাজায় নতুন সামরিক অভিযানের অনুমোদন দেয় যেখানে গত কয়েকদিনে শত শত মানুষ নিহত হয়েছে।

 

ডিবিসি/এমএ

আরও পড়ুন