ব্রিকস জোটের নেতারা রবিবার গাজা ও ইরানে সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একইসাথে তারা বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন এবং চলমান সংঘাত ও বাণিজ্য যুদ্ধের মধ্যে ব্লকটিকে বহুপাক্ষিক কূটনীতির একটি কেন্দ্র হিসেবে উপস্থাপন করেছেন।
রবিবার (৬ই জুলাই) ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত এই সম্মেলনে ব্রিকস নেতারা সমবেত হন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণাপত্রে গাজায় চলমান সহিংসতা এবং ইরানের ওপর হামলার নিন্দা জানানো হয়। নেতারা অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার আহ্বান জানান।
ব্রিকস নেতারা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের ওপর জোর দেন, যাতে উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য আরও গুরুত্ব পায়। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এই জোটকে স্নায়ুযুদ্ধকালীন জোট নিরপেক্ষ আন্দোলন (Non-Aligned Movement)-এর সঙ্গে তুলনা করে এর গুরুত্ব তুলে ধরেন।
বাণিজ্য যুদ্ধ ও শুল্ক: ক্রমবর্ধমান সংরক্ষণবাদ এবং বিভিন্ন দেশের আরোপিত শুল্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। নেতারা এটিকে বৈশ্বিক অর্থনীতির জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন।
সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনলাইনে যোগ দেন, তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে উপস্থিত হননি। তার পরিবর্তে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং দেশের প্রতিনিধিত্ব করেন।
ব্রিকসের নতুন সদস্যদের মধ্যে ইন্দোনেশিয়া, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইরানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স।
ডিবিসি/এমইউএ