গাজা উপত্যকার ৭৭ শতাংশ দখল করেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছে।
এক বিবৃতিতে মিডিয়া অফিস জানিয়েছে, স্থল হামলা এবং আবাসিক ও বেসামরিক এলাকায় দখলদার বাহিনী মোতায়েন, ফিলিস্তিনিদের বাড়িঘর, এলাকা, জমি এবং সম্পত্তিতে প্রবেশ করতে বাধা দিয়েছে ইসরায়েল। এছাড়া জোরপূর্বক উচ্ছেদের মাধ্যমে গাজার ৭৭ শতাংশ দখল করেছে তেল আবিব।
বিবৃতিতে সংস্থাটি আরও বলেছে, গাজাবাসীর ওপর অব্যাহত গণহত্যা, জাতিগত নির্মূল ,আগ্রাসন চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন ও বলপ্রয়োগ করে ইসরায়েল উপত্যকাটি দখল করেছে। যা তাদের রাজনৈতিক ইচ্ছার প্রতিফলন ঘটায়।
এদিকে, গাজার ফাহমি আল-জারজাওয়ি স্কুলে ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব সম্প্রদায়।
ডিবিসি/ আরএসএল