আন্তর্জাতিক

গাজা একটি 'মৃত্যুপুরী', নিরস্ত্রদের মারার নির্দেশ ছিল: ইসরায়েলি সেনাদের জবানবন্দি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৮শে জুন ২০২৫ ১০:০৫:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজায় ত্রাণপ্রার্থী নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলের সংবাদপত্র 'হারেৎজ' এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি কমান্ডাররা তাদের সৈন্যদেরকে এই ধরনের গুলি চালানোর জন্য সরাসরি "আদেশ" দিয়েছিলেন।

শুক্রবার (২৭শে জুন) প্রকাশিত এই প্রতিবেদনের পর সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েল একটি তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছে বলে হারেৎজ জানিয়েছে।

 

প্রতিবেদনটিতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ইসরায়েলি সেনার বক্তব্য তুলে ধরা হয়েছে। তাদের মতে, ফিলিস্তিনিদের ভিড়ের ওপর গুলি চালাতে এবং যারা কোনো হুমকি সৃষ্টি করেনি তাদের বিরুদ্ধেও অপ্রয়োজনীয় প্রাণঘাতী শক্তি প্রয়োগ করতে বলা হয়েছিল।

 

একজন সেনা হারেৎজকে বলেন, "আমরা ট্যাংক থেকে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছি এবং গ্রেনেড নিক্ষেপ করেছি। একটি ঘটনায়, কুয়াশার আড়ালে এগিয়ে আসার সময় একদল বেসামরিক নাগরিকের ওপর হামলা করা হয়েছিল।"

 

আরেকজন সেনা জানিয়েছেন, গাজায় যেখানে তাকে মোতায়েন করা হয়েছিল, সেখানে প্রতিদিন "এক থেকে পাঁচজন" ফিলিস্তিনিকে হত্যা করা হতো। তিনি সেই স্থানটিকে একটি "মৃত্যুপুরী" (Killing Field) বলে বর্ণনা করেন।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন