আন্তর্জাতিক, এশিয়া

গাজা দখলে পরিকল্পনা ইসরায়েলের, সৌদি আরবের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ১০:০৪:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা উপত্যকা দখলের জন্য ইসরায়েলি পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব। শুক্রবার (৮ই আগস্ট) রিয়াদ এক বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের জাতিগতভাবে নির্মূল করার একটি অপচেষ্টা বলে অভিহিত করেছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই দখলদারিত্বের কৌশল ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ষড়যন্ত্র, যা একটি অমানবিক কাজ এবং যুদ্ধাপরাধের সমতুল্য। এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে এবং বিশ্ব শান্তিকে হুমকির মুখে ফেলতে পারে বলেও সতর্ক করে দিয়েছে দেশটি। 

 

সৌদি আরব মনে করে, ইসরায়েলি কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত ইতিহাস এবং আন্তর্জাতিক রীতিনীতির প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। দেশটি ফিলিস্তিনি জনগণের তাদের নিজেদের ভূমির ওপর বৈধ অধিকারের কথা পুনর্ব্যক্ত করেছে, যা আন্তর্জাতিক আইন দ্বারা সুরক্ষিত।

ইসরায়েলের এই পদক্ষেপ ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় গভীর হতাশা প্রকাশ করেছে সৌদি আরব।

 

বিবৃতির শেষে, সৌদি আরব ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দ্বি-রাষ্ট্রীয় সমাধান অর্জনের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছে। 

 

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন