আন্তর্জাতিক, এশিয়া

গাজা নিয়ন্ত্রণ পরিকল্পনা নিয়ে ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারাই সন্দিহান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০৪:৪১:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজা সিটি দখলের যে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা আসলে পূর্বে ব্যর্থ হওয়া নীতিরই একটি ধারাবাহিকতা মাত্র। এই বিস্ফোরক মন্তব্যটি করেছেন কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্র্যাফট-এর মধ্যপ্রাচ্য কার্যক্রমের উপ-পরিচালক অ্যাডাম ওয়াইনস্টাইন। তার মতে, এই পরিকল্পনাটি কেবল অতীতের ভুলগুলোকে আবারও সামনে নিয়ে আসছে, যা আরও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াইনস্টাইন বলেন, এটি মোটেও আশ্চর্যজনক কোনো ঘটনা নয়, বরং গত কয়েক মাস ধরে আমরা যা দেখে আসছি, এটি তারই একটি পুনরাবৃত্তি। এই দখল পরিকল্পনার প্রকৃত পরিধি বা উদ্দেশ্য এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে অস্পষ্ট রাখা হয়েছে।

 

তিনি আরও যোগ করেন, কিন্তু এর পরিধি যা-ই হোক না কেন, তাতে কিছুই যায় আসে না। কারণ এটি সেই একই ত্রুটিপূর্ণ কৌশলের হতাশাজনক মঞ্চায়ন, যা আমরা আগেও বহুবার দেখেছি এবং যার ফলাফল বরাবরই ভয়াবহ হয়েছে।

 

ওয়াইনস্টাইন একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, ইসরায়েলের ৫০০ জনেরও বেশি বর্তমান ও প্রাক্তন নিরাপত্তা কর্মকর্তা, যাদের মধ্যে মোসাদ (ইসরায়েলের বৈদেশিক গোয়েন্দা সংস্থা), শিন বেত (অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) এবং সেনাবাহিনীর প্রাক্তন প্রধানরাও অন্তর্ভুক্ত রয়েছেন, তারা এই বিধ্বংসী যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি লিখেছিলেন।

 

তিনি বলেন, এই চিঠিই স্পষ্ট প্রমাণ করে যে, ইসরায়েলের নিজস্ব নিরাপত্তা বাহিনীই এই যুদ্ধকে সমর্থন করছে না। এটি একটি বোধগম্যহীন এবং অযৌক্তিক পদক্ষেপ। এমন একটি কৌশলের পেছনে ছুটে চলা হচ্ছে যার কোনো মানেই হয় না, এবং এর ফলে কেবল সাধারণ মানুষের দুর্ভোগই বাড়ছে।

 

তবে, এই বিশ্লেষক মনে করেন যে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এই কৌশল চালিয়ে যেতে বদ্ধপরিকর। এর প্রধান কারণ হলো, ওয়াশিংটন বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর তেমন কোনো বাস্তব চাপ নেই। যদিও গাজায় আটক বন্দীদের পরিবারের পক্ষ থেকে কিছুটা চাপ রয়েছে, কিন্তু ওয়াইনস্টাইনের মতে, এটি ইসরায়েলি সমাজের একটি ক্ষুদ্র অংশ মাত্র এবং তা নীতি নির্ধারকদের উপর বড় কোনো প্রভাব ফেলতে পারছে না।

 

তিনি বলেন, নেতানিয়াহু একটি বড় রাজনৈতিক জুয়া খেলছেন। তিনি মনে করছেন যে, এই যুদ্ধের ধারাবাহিকতার উপরেই তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। তাই আমি মনে করি, তিনি এই মারাত্মক ঝুঁকিগুলো নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত।

 

ডিবিসি/এইচএপি

আরও পড়ুন