গাজায় পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
রবিবার (২৯শে জুন) সন্ধ্যায় অনুষ্ঠিত এই বৈঠকটি এমন এক সময়ে হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিম্মি মুক্তির জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং একই সাথে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের পক্ষেও কথা বলেছেন।
একই পোস্টে ট্রাম্প একদিকে যেমন ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানান, তেমনই নেতানিয়াহুকে 'যুদ্ধ নায়ক' আখ্যা দিয়ে তার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দুর্নীতির অভিযোগ তুলে নেওয়ার কথাও বলেন।
পর্যবেক্ষকরা ট্রাম্পের এই পদক্ষেপকে নেতানিয়াহুর জন্য একটি 'আগাম পুরস্কার' হিসেবে দেখছেন। তাদের মতে, জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হলে নেতানিয়াহু কী পেতে পারেন, এটি তারই একটি ইঙ্গিত। এই ঘটনা ইসরায়েলের রাজনীতি এবং নেতানিয়াহুর বিচার প্রক্রিয়া নিয়ে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ