গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৩৯ হাজার ৪৮০ জন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১লা আগস্ট) গাজা যুদ্ধের ৩০০তম দিনে এ সংখ্যা জানায় মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টার মধ্যে নিহত ৩৫ জনকেও এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় এ পর্যন্ত ৯১ হাজার ১২৮ জন আহত হয়েছেন।
এদিকে গত সোমবার (২৯শে জুলাই) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ফিলিস্তিনের গাজাজুড়ে পোলিও মহামারি ঘোষণা করেছে। মারাত্মক এই ভাইরাসের বিস্তারের জন্য ইসরায়েলের বিধ্বংসী সামরিক আক্রমণকে দায়ী করেছে মন্ত্রণালয়টি। গাজায় পোলিও টিকা পৌঁছাতে দ্রুত যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
টেলিগ্রামে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি গাজা এবং প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।
মহামারিটিকে বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির জন্য একটি বাধা হিসেবে উল্লেখ করে মন্ত্রণালয় ইসরায়েলি আগ্রাসন বন্ধে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে। একইসঙ্গে খাবার পানি এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির অভাব, ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং টন টন আবর্জনা ও কঠিন বর্জ্য অপসারণের উপায় খোঁজার আহ্বান জানায় মন্ত্রণালয়টি।
যুদ্ধের আগে গাজার এক চতুর্থাংশেরও বেশি বাসিন্দার আবাসস্থল ছিল গাজা শহর। ২০২৩ সালের শেষের দিক থেকে ক্রমাগত হামলায় শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে ইসরায়েল নতুন করে গাজা শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার আগেও কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের বাড়িতে ফিরে এসেছিলেন।
সূত্র: আল আরাবিয়া নিউজ
ডিবিসি/আরপিকে