আন্তর্জাতিক

নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা যুদ্ধকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে জুন ২০২৫ ০৫:৪৮:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের সংসদ সদস্যরা (নেসেট সদস্য) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান গাজা যুদ্ধকে তার নিজের দুর্নীতি মামলার অবসান ঘটানোর জন্য ব্যবহারের গুরুতর অভিযোগ তুলেছেন। তাদের মতে, নেতানিয়াহু দেশের নিরাপত্তাকে ব্যবহার করে ব্যক্তিগত আইনি লড়াই থেকে মুক্তি পেতে চাইছেন।

ডেমোক্র্যাটস পার্টির নেসেট সদস্য নামা লাজিমি 'দ্য টাইমস অফ ইসরায়েল'কে বলেন, "[নেতানিয়াহু] তার মামলার ওপর ইসরায়েল এবং আমাদের শিশুদের ভবিষ্যতকে শর্তযুক্ত করছেন।" তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী "একটি রাজনৈতিক মীমাংসা এবং যুদ্ধের অবসানের বিনিময়ে তার অভিযোগপত্রকে বাণিজ্য" করে প্রমাণ করেছেন যে তিনি এই পদের জন্য অযোগ্য।

 

ডেমোক্র্যাটস দলের আরেক গিলাড কারিভ ইসরায়েলি নেতা এবং তার ঘনিষ্ঠ মহলের তীব্র নিন্দা করে বলেন, "আদালতে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত হওয়া থেকে বাঁচানোর জন্য তারা ইসরায়েল রাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং জিম্মিদের বিষয় নিয়ে খেলা করতে ইচ্ছুক।"

 

ইয়েশ আতিদ পার্টির নেসেট সদস্য কারিন এলহারার সতর্ক করে বলেছেন যে, নেতানিয়াহু তার আইনি ভাগ্যকে জিম্মি আলোচনা এবং আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তির সাথে যুক্ত করে "ইসরায়েলের জনস্বার্থের বিরুদ্ধে কাজ করছেন"।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন