ফিলিস্তিনের গাজা সিটিতে একটি বহুতল ভবন বিমান হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
প্রত্যক্ষদর্শীদের মতে, শক্তিশালী বিস্ফোরণে মুহূর্তের মধ্যে ভবনটি ভেঙে পড়ে এবং ধুলা ও ধোঁয়ার বিশাল মেঘে পুরো এলাকা ছেয়ে যায়। এই ঘটনাকে বেসামরিক জনগণকে তাদের বাসস্থান থেকে স্থায়ীভাবে বিতাড়িত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা হিসেবে মনে করছেন স্থানীয়রা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার ওপর ইসরায়েলের প্রাণঘাতী হামলা অব্যাহত থাকলেও, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বহুতল ভবন ধ্বংস করার ঘটনা সংঘাতকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। স্থাপনায় সাধারণত বহু বেসামরিক পরিবার বসবাস করে এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যালয় থাকে।
হামলার আগে ওই ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল দখলদার ইসরায়েল। তবে সবাই সরে গিয়েছিল কি না সেটি নিশ্চিত নয়। এ হামলায় কোনো মানুষ হতাহত হয়েছেন কি না সেটিও জানা যায়নি।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ