গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির মতবিনিময় সভায় প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (১৭ই মে) দুপুরে কাপাসিয়া চেরাগ আলী বাজারে মতবিনিময় সভা শেষে খাবারের আগে এই হামলার ঘটনা ঘটে।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য শাখাওয়াত হোসেন সেলিমকে প্রধান অতিথি করায় ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল হান্নান শাহকে দাওয়াত না দেয়ায়, রিয়াজুলের অনুসারীরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এ সময় যমুনা টেলিভিশনের চিত্র সাংবাদিককে মারধর করা হয়। ভেঙে ফেলা হয় তার ক্যামেরা ও ল্যাপটপ।
ডিবিসি/ রাসেল