গাজীপুর জেলার বাইপাইল এলাকায় আজ সকালে ৩.৩ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রুবায়েত কবির ডিবিসি নিউজকে জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি এই এলাকায় আঘাত হানে।
উল্লেখ্য, গতকালও দেশের কয়েকটি অংশ, যার মধ্যে ঢাকাও রয়েছে, সেখানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকালের ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয় এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত সিসমিক সেন্টার থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত।
ডিবিসি/এমইউএ