গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে ২৫ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দিয়ে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। গতকাল শুক্রবার (২৫শে জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী বাড়ির মালিক আফাজ উদ্দিন মন্ডল জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা রাতে ঘুমিয়ে ছিলেন। অতিরিক্ত গরম ও লোডশেডিংয়ের কারণে তার ঘরের দরজা খোলা ছিল। রাত প্রায় ৩টার দিকে হঠাৎ বিকট শব্দে তার ঘুম ভাঙে। তিনি জেগে দেখেন, কালো কাপড়ে মুখ বাঁধা চারজন তাকে ঘিরে ধরেছে, যাদের একজনের হাতে পিস্তল এবং বাকিদের হাতে দেশীয় অস্ত্র ছিল। ডাকাতরা ঘরে ঢুকেই তাকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং মাথায় পিস্তল ঠেকিয়ে ঘরে যা কিছু আছে সব বের করে দিতে বলে।
একই সময়ে ডাকাত দলের অন্য সদস্যরা বাড়ির অন্যান্য ঘরের দরজা ভাঙতে শুরু করে। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে আফাজ উদ্দিন ডাকাতদের কাছে তার সন্তানদের মারধর না করে সবকিছু নিয়ে যাওয়ার জন্য অনুনয় করেন। প্রায় ৪০ থেকে ৫০ মিনিট ধরে ডাকাত দল পুরো বাড়িতে লুটপাট চালায়।
ভুক্তভোগীর তথ্যমতে, ডাকাতরা তার ও তার দুই ছেলের ঘর থেকে নগদ ১০ লাখ ৩০ হাজার টাকা এবং আনুমানিক ১৮ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নেয়। এছাড়া তারা বাড়ি থেকে বেশ কয়েকটি মোবাইল ফোনও নিয়ে যায়। যাওয়ার আগে ডাকাতরা পরিবারের সবার হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলে এবং হুমকি দিয়ে চলে যায়।
আফাজ উদ্দিনের পুত্রবধূ মাহমুদা আক্তার বলেন, "আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দরজায় বিকট শব্দে ঘুম ভেঙে যায়। 'কে' জিজ্ঞেস করতেই ওপাশ থেকে উত্তর আসে, 'আমরা ডাকাত, শব্দ করলে মেরে ফেলব'।" এই বলে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। ডাকাতরা তার ঘর থেকে নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণ এবং মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় তার ও তার স্বামীর হাত-পা বেঁধে ফেলে যায়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
ডিবিসি/এমএআর