জেলার সংবাদ

গাজীপুরে আগুনে পুড়ল ৭৪ ঘর ও ঝুটের গুদাম

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৪২ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব অগ্নিকাণ্ডে তুলা ও ঝুটের গুদাম এবং একটি টিনশেড কলোনির প্রায় ৭৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে, যাতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (সোমবার) ভোর সাড়ে পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়া এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের গুদাম ও ঝুট মালামাল পুড়ে গেলেও তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

এদিকে, সকাল ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি টিনশেড কলোনিতে আগুন লেগে প্রায় ৭৫টি ঘর পুড়ে যায়। কলোনির একটি কক্ষের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় একটি তুলার গোডাউনেও আগুন লাগে, যা ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। সেখানে তিনটি গুদামের মালামাল পুড়ে গেছে।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন