বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে উল্টে যায় মাইলস্টোনের নিহত শিক্ষার্থী বহনকারী ফ্রিজার ভ্যান

গাজীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০১:৪৭:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী মেহনাজ আফরিন হুমাইরার (৮) মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইল নেওয়ার পথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি ফ্রিজার ভ্যান উল্টে গেছে। সোমবার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর স্বজনেরা কমবেশি আহত হয়েছেন।

নিহত মেহনাজ আফরিন হুমাইরা টাঙ্গাইলের সখিপুর থানার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় সে নিহত হয়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকালের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হুমাইরার মৃত্যুর পর তার স্বজনরা মরদেহ নিয়ে টাঙ্গাইলের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। রাত প্রায় দুইটার দিকে ফ্রিজার ভ্যানটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পরপরই গাড়িতে থাকা একাধিক স্বজন আহত হন।

 

দুর্ঘটনার স্থানটির পাশেই সেনাবাহিনীর একটি ক্যাম্প থাকায় সেনাসদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন