গাজীপুরের চন্দ্রায় চূড়ান্ত নিষ্পত্তির টাকার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা।
শুক্রবার (২৩শে মে) ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে পুলিশ এসে লাঠিচার্জ, কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড মেরে শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। লাঠিচার্জে অন্তত ৫ থেকে ৭ জন শ্রমিক আহত হন।
মাহমুদ জিন্স লিমিটেড কারখানার এডমিন ম্যানেজার আবু তালেব জানান, ওই কারখানা শ্রম আইন অনুযায়ী গত বছর ১০ই অক্টোবর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর বিজেএমই ও বিকেএমইএ আলোচনা সাপেক্ষে শ্রমিকদের পাওনা নিষ্পত্তি করবে শ্রম মন্ত্রণালয়। কারখানার নিরাপত্তা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এএমটি