গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা একের পর এক বমি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গে আক্রান্ত হতে থাকেন।
অসুস্থদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত দুই দিন ধরে তারা আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন।
গত সোমবারেও আন্দোলনের সময় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিবিসি/এএমটি