বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন, শতাধিক শ্রমিক অসুস্থ

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুরের টঙ্গীতে আমট্রানেন্ট গ্রুপের দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন, যাদের মধ্যে ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি) এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানায় কাজে যোগ দেওয়ার পর শ্রমিকরা একের পর এক বমি, শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো উপসর্গে আক্রান্ত হতে থাকেন। 

 

অসুস্থদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্রমিকরা জানান, নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত দুই দিন ধরে তারা আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন। 

 

গত সোমবারেও আন্দোলনের সময় প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনাস্থলে বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন