গতকাল বুধবার (১লা অক্টোবর) সকালে গাজীপুরের কাপাসিয়া বাজারে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে শতাধিক পাখির করুণ মৃত্যু হয়েছে। বাজারের একমাত্র পাখির দোকানটিসহ মোট পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকান মালিকদের দাবি অনুযায়ী প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুরাতন মাছ বাজারের পাশের গৌতম হার্ডওয়্যার স্টোরে প্রথম আগুন লাগে। কর্মচারীর দোকান খোলার অল্প কিছুক্ষণ পরই সেখানে আগুন দেখা যায়। হার্ডওয়্যারের দোকানে প্রচুর রং ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
হার্ডওয়্যারের দোকানটির ঠিক পাশেই ছিল পাখির দোকানটি, যা মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায়। পাখির দোকানের মালিক জানান, তার দোকানে লাভ বার্ড, ককাটিয়েল, বাজিগর কবুতর, কোয়েলসহ বিভিন্ন প্রজাতির শতাধিক পাখি ছিল। এছাড়াও পাখির খাবার ও খাঁচা বিক্রি করতেন তিনি। অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ থাকায় পাখিগুলোকে বের করা সম্ভব হয়নি, আর আগুন নেভার পর তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। দোকান মালিকের দাবি, সব মিলিয়ে তার এক লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পুড়ে যাওয়া দোকানে ধসে পড়া টিন ও অন্যান্য সামগ্রীর মধ্যে বেঁকে যাওয়া পাখির খাঁচাগুলো দেখা যায়। এতগুলো পাখির এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না স্থানীয়রা।
খবর পেয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।