বাংলাদেশ, জেলার সংবাদ

গাজীপুরে বাসের ধাক্কায় নওগাঁ ডিবির ওসি নিহত, স্ত্রী গুরুতর আহত

গাজীপুর প্রতিনিধি (ডিএম)

ডিবিসি নিউজ

শুক্রবার ৫ই সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাজীপুর মহানগরীর তিনসড়ক এলাকায় পুলিশ লাইনসের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ হাসান নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ই সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজ হাসান রাজশাহীর কাজলা গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি নওগাঁ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওসি মোস্তাফিজ হাসান ও তার স্ত্রী লতিফা জেসমিন পুলিশ লাইনসের সামনে নিজেদের প্রাইভেটকার পার্ক করে রাস্তার অপর পাশের একটি দোকানে গিয়েছিলেন। দোকান থেকে কেনাকাটা শেষে পুনরায় গাড়ির দিকে ফিরে আসার জন্য রাস্তা পার হওয়ার সময় 'পথের সাথী' পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে তাদের চাপা দেয়।

 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওসি মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী লতিফা জেসমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

ওসি মেহেদী হাসান আরও জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন